সড়ক সংস্কারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২০, ২০২০
০৭:৩৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০
০৭:৩৩ পূর্বাহ্ন



সড়ক সংস্কারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার থেকে সিঙ্গেরকাছ বাজার পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে গত শুক্রবার বিকেলে স্থানীয় সিঙ্গেরকাছ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী। প্রধান বক্তা ছিলেন, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার প্রভাষত কাজী নুর উদ্দিন। বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সড়ক সংস্কারবিহীন থাকার ফলে এই সড়ক দিয়ে চলাচলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। গর্ভবতী মহিলা ও রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয়। তাই এই সড়ক সংস্কার করা সময়ের দাবি।’  

এইচ এম আরশ আলীর সভাপতিত্বে ও আবু তাহের মিছবাহর পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন, হাফিজ আরব খাঁন, সিঙ্গেরকাছ আলিম মাদরাসার শিক্ষক আনোয়ার হোসেন, হাফিজ জমশেদ আলী, আব্দুল মুকিত, খলিলুর রহমান, নিজাম উদ্দিন, আলী জুনেল, মুহিন আহমদ নেপুর, আক্তার হোসেন শেখ, আখতার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন, হাবিবুর রহমান, কুতুব উদ্দিন, শাহ আমীর, আব্দুর রব, আব্দুল খালিক, নজাবত আলী, মনোহর আলী, দুলাল আহমদ, মিসবাহ উদ্দিন মিজু, শাহিন মিয়া, ফাহাদ আহমদ, আমিনুর রশীদ, ফাহিম, শামীম খান, সাহাব উদ্দিন, হারুন মিয়া, মোহাম্মদ আলী, মামুন, নজরুল আমীন, রাসেল, ছয়ফুল, মিজান প্রমুখ।

বিএ-০৭