নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২০
০৭:১৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০
০৭:১৫ পূর্বাহ্ন
যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করে নিজস্ব বলয়ের ‘অখ্যাতদের’ দিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ খসড়া কমিটি জমা দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল শনিবার সিলেটে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাগরী চত্বরে (সুরমা মার্কেটের সামনে) গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, ‘দীর্ঘ নয় মাস পর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হতে যাচ্ছে শুনে আমরা বুক ভরা আশা করেছিলাম দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের প্রস্তাবিত খসড়া কমিটিতে মূল্যায়ন করা হবে। কিন্তু তৃণমূল নেতাদের যথাযথ মূল্যায়ন না করে, দলীয় সভানেত্রীর আদেশ অমান্য করে নিজ পছন্দের কর্মীদের (মাইম্যান) গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়েছে। ঘটেছে ত্যাগী নেতাদের বাদ দেওয়ার মতো ঘটনা।’ জেলা কমিটিতে বিতর্কিত ব্যবসায়ী, বালু-পাথর খেকো, দুর্নীতিবাজ, বঙ্গবন্ধু হত্যার খুনি পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ হিরা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট শেখ মকলু মিয়াকে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত খসড়া কমিটিতে কোনো পদে রাখা হয়নি বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, মাহবুবুল হক, রেজানুর রহমান সেলিম, নাজমুল ইসলাম মাছুম, ইয়াসিন সুমন, আওয়ামী হকার্সলীগের আহ্বায়ক রকিব আলী, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল হামিদ অভি, ফয়েজ আহমদ, মোতালিব আলী, শাহিনুর রহমান শাহিন, ছয়দুর রহমান, কবির মাহমুদ, জসীম উদ্দিন, নোমান আহমদ, সুমন আহমদ, জয়েল মির্জা প্রমুখ।
বিএ-০৫