আদমশুমারীতে দলিত গোষ্ঠীর তথ্য সংগ্রহের দাবি

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৮, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন



আদমশুমারীতে দলিত গোষ্ঠীর তথ্য সংগ্রহের দাবি

আগামী আদমশুমারিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশে শতাধিক সম্প্রদায়ের প্রায় ৬৫ লক্ষ মানুষ জন্মগত পরিচয়ে বসবাস করে আসছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো তেলেগু, কানপুরী, রবিদাস, ঋষি, কাওড়া, বেদে, নিকারী, ভগবেন, ডোম, ডোমার, বাঁশফোর, হেলা, লালবেগী, রাউত, পৌন্ড্র ও চা-শ্রমিক। এইসব সম্প্রদায় এদেশে দলিত সম্প্রদায় হিসেবে পরিচিত। দলিতরা জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে বৈষম্য ও বঞ্চনার শিকার। সামাজিক বৈষম্যের কারণে দলিতরা শিক্ষার আলো থেকে বঞ্চিত, স্বাস্থ্য সেবা নেই বললেই চলে। দলিত কলোনিগুলোতে আবাসন সংকট ও নিরাপদ পানি সরবরাহ নেই। তাই আসন্ন আদমশুমারিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির জোর দাবি জানাই।’

মানববন্ধনে বক্তব্য দেন, সিলেট জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সহ সভাপতি শ্রীমতি লাল, মিনা রানী ঋষি, মহিলা সম্পাদিকা রাজ লক্ষ্মী সিনহা, উপদেষ্টা মো. শেখ আল আমিন, শাহেদা বেগম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিডিসি সমিতির সভানেত্রী কনক রানী পাল, সদস্য খগেন্দ্র চন্দ্র ঋষি, সশিন্দ্র চন্দ্র ঋষি, সর্মিলা রানী ঋষি, মিনতি রানী ঋষি, সতিরানী ঋষি, নকুল ঋষি, সজিত ঋষি, সনতোষ ঋষি, নানকা রবিদাস, সমির দাস, মো. লায়েক মিয়া, মো. ইছুব আলী, মাওলানা মোহাম্মদ উল্লাহ, শুভতোষ ঋষি শুভ প্রমুখ।

আরসি-