সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২০
০৫:৪২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০৫:৪২ পূর্বাহ্ন
কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি শহীদ উল্লাহ তালুকদার বলেছেন, যুবদলকে বিএনপির ভ্যানগার্ড প্রতিষ্ঠা করা হয়েছিল বলেই আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পরামর্শে সংগঠনের তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করতে আমরা কাজ করছি। তাই যুবদলকে শক্তিশালী করতে ২৭টি ওয়ার্ডকে ঢেলে সাজাতে রাজপথের ত্যাগী ও নির্যাতিতদের হাতেই যুবদলকে তুলে দিতে হবে। সামনের দিনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনসার উদ্দিন ও সহ সাংগঠনিক সম্পাদক মো. সোহেল আহমদ।
আরও বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান, লোকমান আহমদ, সোহেল মাহমুদ, সাংগঠনিক টিমের দল নেতা নজরুল ইসলাম, আব্দুল্লাহ শফি সাহেদ, এমদাদুল হক স্বপন, সাংগঠনিক টিমের সদস্য এম. এ. মতিন, মো. মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মির্জা সম্রাট, ওসমানী গনি, জয়নুল ইসলাম, নাসির উদ্দিন রহিম, সাংগঠনিক টিমের সদস্য ইছহাক আহমদ, ইকবাল কামাল, মেহেরাজ হোসেন রাজু, মেহেদী হাসান সাজাই, রাসেল আহমদ, মঈন খান প্রমুখ।
আরসি-