নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২০
০৪:১৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০৪:২০ পূর্বাহ্ন
প্রায় পাঁচ মাস পর সিলেটরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সর্বনিম্ন ৯ জন করোনাভারাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষা শুরুর পর সবশেষ ল্যাবটিতে গত ২৫ এপ্রিল ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। এরপর থেকেই বাড়তে থাকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা। প্রায় পাঁচ মাস পর রোগী শনাক্তের সংখ্যা এক অংকে এসেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
সিলেট মিররকে তিনি বলেন, আজ বৃহস্পতিবার ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভাবাজার জেলায় একজন করে রয়েছেন।
বিএ-২৩