ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২০
০২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০২:৫৯ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের নিউ মার্কেটে এলজিইডি'র জায়গার গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার মিয়ার মালিকানাধীন দোকানকোঠার সুবিধার জন্য অনুমতি ছাড়া গাছটি কাটা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নানু মিয়া।
জানা যায়, নিউ মার্কেট বাজারে আনোয়ার মিয়ার মালিকানাধীন টিনশেডের দোকানকোঠার সঙ্গে থাকা এলজিইডি'র জায়গায় একটি মেহগনি গাছ ছিল। সম্প্রতি দোকানের সুবিধা করার জন্য গাছটি কেটে গায়েব করে রাখা হয়। এ ব্যাপারে নানু মিয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে তফসিলদার ও এলজিইডি'র প্রকৌশলী সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পান। পরে কাটা গাছটি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
অভিযোগকারী নানু মিয়া জানান, প্রবাসী আনোয়ার মিয়া নিজের দোকানের সুবিধা করার জন্য অনুমতি ছাড়া সরকারি জায়গার গাছ কেটে গায়েব করে দেন। অভিযোগ করায় তিনি হুমকির পেয়ে ভয়ে আছেন এবং এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল খালিক বলেন, 'প্রবাসী আনোয়ার মিয়ার দোকানের সঙ্গে ঘেঁষা গাছটি কাটা হয়েছে। প্রশাসন কাটা গাছটি উদ্ধার করে আমার জিম্মায় রেখেছে।'
ওসমানীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাসলিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে একজন তফসিলদার সরেজমিনে তদন্তে গিয়ে গাছটি উদ্ধার করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রেখেছেন। গাছটি এলজিইডির জায়গার বিধায় বিষয়টির ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন।'
ওসমানীনগর উপজেলা এলজিইডি'র উপ-সহাকারী প্রকৌশলী অনুপ কুমার প্রামাণিক গাছ কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/আরআর-১০