‘এজিদকে যারা সম্মান দেখায়, তারা মুমিন নয়’

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৮, ২০২০
০২:৫২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০২:৫২ পূর্বাহ্ন



‘এজিদকে যারা সম্মান দেখায়, তারা মুমিন নয়’

আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, কারবালার মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে, তারা নবীর দুশমন। কারণ আহলে বাইতের প্রতি মহব্বত রাখা ঈমানের কাজ। সেখানে তারা নির্মমভাবে আহলে বাইতকে শহীদ করেছে। এজিদ বাহিনী হজরত হোসাইন (রা:) সহ সাহাবাদীদের সঙ্গে ইতিহাসের চরম বেয়াদবী করেছে। এদের সঙ্গে কোনো মুমিনের সম্পর্ক হতে পারে না। এজিদ এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে যারা বলে, তাদের সঙ্গে কোনো মুমিনের সম্পর্ক হতে পারে না। যে এজিদের প্রতি সহানুভূতি দেখাবে সে মুমিন হতে পারে না।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ওসমানীনগর উপজেলার আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদরাসা ও মুহাম্মদ ইছহাক মিয়া চৌধুরী এতিখানার ছবক ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, ওসমানীনগর উপজেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা কবির আহমদ, শফিকুর রহমান চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, মুজিউন চৌধুরী, দুদু মিয়া চৌধুরী, জাকির আহমদ, রুহিন আহমদ সালেহ, ফয়ছল আহমদ, ছায়েম হোসাইন, সোহাগ আহমদ প্রমুখ।

 

ইউডি/আরআর-০৯