সিলেট মিরর ডেস্ক
আগস্ট ৩০, ২০২০
১২:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২০
১২:০৫ পূর্বাহ্ন
সিলেটের ক্রীড়া সাংবাদিকতার পথিকৃত, মুক্তিযোদ্ধা টিপু মজুমদারের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০২ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
১৯৫৩ সালের ২৫ ফেব্রুয়ারি টিপু মজুমদার সিলেট শহরের কালিঘাটে জন্মগ্রহন করেন। তার বাবা বিখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডা. বকুল মজুমদার এবং মা অজন্তা মজুমদার। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে অংশগ্রহণ করে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেছিলেন তিনি। ক্রীড়া লেখক সমিতিসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন টিপু মজুমদার।
আরসি-০১