গোলাপগঞ্জে বাস- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৯, ২০২০
০৭:৩২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২০
০৭:৩৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে বাস- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি।  

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়।  এছাড়াও আশংকাজনক অবস্থায় আরও ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,' চৌঘরী বাজারে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। এঘটনায় আরও দুইজন আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।'

এনএইচ/বিএ-০৭