ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৯, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামি শিপা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে ওসমানীনগর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত শিপা বেগম ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের মুহিত আহমদের স্ত্রী।
একই রাতে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রাম থেকে পলাতক দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়। দুই সহোদর হলেন- উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের সুরুজ মিয়ার পুত্র নানু মিয়া (৩৮) ও নাজমুল মিয়া (৩৫)।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, বৃহস্পতিবার রাতে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এসআই বিকাশ চন্দ্র সরকার, এসআই ইয়াসির আরাফাত চৌধুরীসহ পুলিশ ফোর্সের অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে শিপা বেগম সাজাপ্রাপ্ত ও দুই সহোদর পলাতক আসামি। আজ শুক্রবার (২৮ আগস্ট) তাদের সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।
ইউডি/আরআর-০৫