আ ফ ম কামালের নামে চত্বরের নামকরণের দাবি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৮, ২০২০
০৫:০৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২০
০৫:০৮ পূর্বাহ্ন



আ ফ ম কামালের নামে চত্বরের নামকরণের দাবি

সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামালের নামে সিলেট নগরের যেকোনো এলাকায় কোনো স্থাপনা বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য সিসিকের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেন।

স্মারকলিপিতে সাক্ষর করেন সওদারঘরটুলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফয়জুল হক, দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক নবীর হোসেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কামরুল ইসলাম রাজীব ও সাধারণ সম্পাদক ইসমাইল আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।