বিয়ানীবাজার প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে তিন বছরেও শেষ হয়নি আনোয়ার হোসেন (২১) হত্যার তদন্ত কার্যক্রম। প্রধান আসামি সায়েল আহমদ (২০) গ্রেপ্তার না হওয়ায় এ মামলার তদন্ত কার্যক্রম আটকে আছে বলে জানা গেছে।
জানা যায়, আনোয়ার হোসেন সুপাতলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। ২০১৭ সালের ২৫ নভেম্বর আনোয়ার তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। প্রকাশ্যে দিনে-দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারস্থ খাসাড়িপাড়া রাস্তায় পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনা পরবর্তী সময়ে হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে এলাকার লোকজন পৌরশহরে ব্যাপক বিক্ষোভ করেন। আনোয়ার হোসেন হত্যার ঘটনায় নিহতের ভাই দেলোয়ার হোসেন ১১ জনের নাম উল্লেখ করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সায়েল আহমদকে প্রধান আসামি করা হয়। সায়েল তখন থেকেই পলাতক রয়েছেন। জানা গেছে, প্রধান আসামি সায়েল দেশের বাইরে আত্মগোপনে আছেন।
মামলার বাদী দেলোয়ার হোসেন বলেন, 'দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ আমার ভাই হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে প্রদান করেনি। এ কারণে মামলার বিচারকার্য শুরু করা যাচ্ছে না। আমি অনেকবার যোগাযোগ করলেও শুধু সময়ক্ষেপন করা হচ্ছে।'
মামলার আরেক আসামি শামসুদ্দিন বলেন, 'আমরাও চাই মামলার অভিযোগপত্র দেওয়া হোক। কারণ বিনা দোষে আমরা দিনের পর দিন কারাভোগের পর আদালতে হাজিরা দিচ্ছি।'
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণী শংকর কর বলেন, 'মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে আছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও অপর আসামিরা কারাভোগ শেষে জামিনে আছেন। নিহত আনোয়ার হোসেনের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। একটিমাত্র ছুরিকাঘাতে তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।'
এসএ/আরআর-১২