গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২০
০১:৪৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২০
০১:৪৭ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে দু'টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টার দিকে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের দত্তরাইলে ব্র্যাক অফিসের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ থেকে ঢাকাদক্ষিণগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন যাত্রী গুরুতর আহত হন।
আহতরা হলেন- উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের হানু মিয়ার ছেলে মুক্তার হোসেন (২২), আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের আতাউর রহমানের ছেলে মতিউর রহমান (৩৮) ও নাম-পরিচয় না পাওয়া আরও একজন।
তাদের মধ্যে মুক্তার হোসেনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিউর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন আর আহত অপর ব্যক্তি অন্যত্র চিকিৎসা গ্রহণ করার খবর পাওয়া গেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারনুর রশীদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফএম/আরআর-০৮