খেলা ডেস্ক
আগস্ট ২৫, ২০২০
১১:৫৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২০
১১:৫৮ অপরাহ্ন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানও ছিলেন একজন সুপরিচিত ফুটবলার। বঙ্গবন্ধু নিজেও ছিলেন কৃতী ফুটবলার। খেলতেন হকি, ভলিবলও। খেলাধুলার পাশাপাশি ক্রীড়া উন্নয়নে ছিল উনার বিশেষ নজর। আপাদমস্তক ক্রীড়া অন্তঃপ্রাণ বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, এই আঙিনায় যেন বাবাকেও ছাড়িয়ে গিয়েছিলেন।’
জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি যোগ করেন, ‘বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামাল ছিলেন ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়।
শেখ কামালের সহধর্মিণী মেধাবী ক্রীড়াবিদ সুলতানা কামালের নাম ক্রীড়াঙ্গনের সবুজ মাঠের প্রতিটি ঘাসের সঙ্গে মিশে রয়েছে। অথচ, তারা সবাই আজ ফ্রেমবন্দি। তারা এ দেশের ক্রীড়াঙ্গন করেছেন সমৃদ্ধ। বঙ্গবন্ধুর পরিবারই দেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ক্রীড়া অন্তঃপ্রাণ বঙ্গবন্ধুর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবিদ না হয়েও ক্রীড়াঙ্গনের সবচেয়ে আপনজন, দায়িত্বশীল অভিভাবক, নিবেদিতপ্রাণ এবং ক্রীড়াঙ্গনের প্রধান পৃষ্ঠপোষক। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনাকালেই বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জনগুলো স্পর্শ করেছে। উনার সময়েই আমরা যুব বিশ্বকাপ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। একদিন সব খেলায়ই বিশ্বসেরা হব। আর এর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে।’
এএন/০৩