সিলেটে আক্রান্তের অর্ধেকের বেশিই এখন সুস্থ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৫, ২০২০
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২০
০৬:১৬ অপরাহ্ন



সিলেটে আক্রান্তের অর্ধেকের বেশিই এখন সুস্থ

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর এখন পর্যন্ত এ বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার। তবে আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশিই সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ৬ হাজার ৯১৬ জন সুস্থ হয়েছেন। 

সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৯৪ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৫৮ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ৭ এবং মৌলভীবাজার জেলায় ১২ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২১৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৪২১ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯৪৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৬১ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৩৮৬ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৬ হাজার ৯১৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৩ হাজার ৫৮২ জন, সুনামগঞ্জের ১ হাজার ৪৮৯ জন, হবিগঞ্জের ৯৫৩ জন ও মৌলভীবাজার জেলার ৮৯২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ২২৯ জনকে।

করোনা আক্রান্ত ১৩৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৩ জন ও মৌলভীবাজারে ১৬ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।'

এনএইচ/বিএ-০৭