গোলাপগঞ্জে ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী আলোচনা সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৫, ২০২০
০৭:৩৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২০
০৭:৩৭ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী আলোচনা সভা

সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, কোভিড-১৯ ও সম্প্রাসারিত বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১ টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আবুল কাসেম। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের বিট কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মামুনুর রশীদ, সাব-ইন্সপেক্টর আল-আমিনসহ ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ। 

এফএম/বিএ-০৪