নিজস্ব প্রতিবেদক
                        আগস্ট ২৪, ২০২০
                        
                        ০৩:৫৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ২৪, ২০২০
                        
                        ০৬:৫০ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    সিলেট বিভাগে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ কর্মকর্তা জানান, রবিবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৮ জন, মৌলভীবাজারের ৬ জন ও সুনামগঞ্জের দুইজন রয়েছেন। শনাক্তদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।
এনিয়ে সিলেট সিলেট জেলায় আক্রান্ত ৫ হাজার ৩৬০ জন, সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৯৩৪ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৫৪ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৩৭৬ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১২৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজার জেলায় ২০ জন মারা গেছেন।
রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬ হাজার ২৪৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ২৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৭০ জন, হবিগঞ্জে ৯৩১ এবং মৌলভীবাজার জেলায় ৮২০ জন।
করোনা আক্রান্ত ১৩৭ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬০ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজারে ২১ জন।
বিএ-১৯