নিজস্ব প্রতিবেদক
                        আগস্ট ২৪, ২০২০
                        
                        ০১:২৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ২৪, ২০২০
                        
                        ০১:২৮ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    সিলেট নগরের মজুমদারী এলাকা থেকে সানন্দা মল্লিক (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। তিনি মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী। তাদের দুই মেয়ে রয়েছে। পুলিশ বলছে মৃত সানন্দা মল্লিক মানসিক রোগে ভুগছিলেন।
আজ রবিবার (২৩ আগস্ট) সকাল দশটার দিকে বিমানবন্দর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন। তিনি বলেন, ‘পুলিশ কনস্টেবল বাসুদেব মল্লিক ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে বিমানবন্দর থানাধীন মজুমদারি এলাকার বিমান অফিসের পাশে একটা বাসায় বসবাস করে আসছেন। আজ রবিবার ভোরে কোন একসময় সানন্দা পরিবারের সবাইকে ঘুমে রেখে পাশের ঘরে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। সকালে বিছানায় সানন্দাকে না পেয়ে তার স্বামী বাসার অন্যান্য ঘরে তার খোঁজ করতে থাকেন। এসময় তিনি পাশের ঘরের ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সানন্দা মানসিক রোগে ভুগছিলেন। এ বিষয়ে চিকিৎসকের একটি প্রেসক্রিপশনও আমরা পেয়েছি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’
এএফ/০২