বিশ্বনাথ প্রতিনিধি
                        আগস্ট ২৪, ২০২০
                        
                        ০১:২২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ২৪, ২০২০
                        
                        ০১:২২ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    বাংলাদেশ দলিল লেখক সমিতির সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেট জেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি রফিকুজ্জামানের মৃত্যুতে বিশ্বনাথ উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরে দলিল লেখক সমিতির অস্থায়ী কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. কলমদর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাাদক সেলিম আহমদের পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ফয়জুর রহমান, বর্তমান কমিটির সহ-সভাপতি সাকির মিয়া মধু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল খালিক, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ আলী, বর্তমান কমিটির অর্থ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, সদস্য সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম, দলিল লেখক আহমদ আলী, গুলজার খান ও স্টাম্প ভেন্ডার শামিম আহমদ। দোয়া পরিচালনা করেন প্রবীণ দলিল লেখক নিয়াজ আলী।
এমএ/আরআর-০৬