শামসুদ্দিন হাসপাতালে আ.লীগের চিকিৎসাসামগ্রী প্রদান

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৩, ২০২০
১০:৩৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৩, ২০২০
১০:৩৫ অপরাহ্ন



শামসুদ্দিন হাসপাতালে আ.লীগের চিকিৎসাসামগ্রী প্রদান

সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাসামগ্রী প্রদান করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে এই চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়। 

আজ রবিবার (২৩ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এগুলো হস্তান্তর করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, জেলা আওয়ামী লীগ নেতা  মজির উদ্দিন ও সুয়েব আহমদ প্রমুখ। 

 

আরসি-০১