সিলেট মিরর ডেস্ক
                        আগস্ট ১৮, ২০২০
                        
                        ০৫:৪৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ১৮, ২০২০
                        
                        ০৭:১৭ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    সিলেটের জসিম বুক হাউসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
শাব্বীর জালালাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিন্স সদরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি মন্জুর মোহাম্মদ ও কবি মাসুমা টফি একা।
মোস্তাফিজ সৈয়দ এর পরচিালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুহবিুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন জসিম বুক হাউসের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘১৯৭১ সালরে মুক্তিযুদ্ধে পরাজিত হানাদার ও তাদের দোসররা আত্মসর্মপণ করে অস্ত্র জমা দিয়েছিল ঠিকই, কিন্তু হিংসা জমা দেয়নি। এই হিংসাকে লালন করেই তাদের দোসররা পরবর্তীতে '৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ঘুরে দেখেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নাজমুল হক চৌধুরী, যুবলীগ নেতা সাকলি আহমদ, কবি ও সম্পাদক আব্দুর রহমান জামী, ছয়ফুল আলম পারুল, জসীম আল ফাহমি, আব্দুল কাদির জীবন, রোকসানা আহমেদ, মিমি আহমেদ, রুবিনা আক্তার রুবি, জিয়াউর রহমান জিয়া, নাইম আহমদ, কামরুল ইসলাম খান, জাহাঙ্গীর আলম, এম নজরুল ও শাব্বির আহমদ অপু প্রমুখ।
এএফ/০৭