নিজস্ব প্রতিবেদক
                        আগস্ট ১৭, ২০২০
                        
                        ০৪:১৯ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ১৭, ২০২০
                        
                        ০৪:১৯ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    অনলাইন ক্লাসের আওতায় আনতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ডাটা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার বিকেলের পর থেকে পর্যায়ক্রমে ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে গ্রামীণফোন অপারেটরের মাধ্যমে এই ডাটা দেওয়া হয়। ১৫ জিবির মেয়াদ থাকবে এক মাস।
মো. ইশফাকুল হোসেন সিলেট মিররকে বলেন, ‘ অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য যেসকল শিক্ষার্থীর ডাটা ক্রয় করার সামর্থ নেই তাদের তালিকা বিভাগীয় প্রধানদের কাছে চাওয়া হয়েছিল। তাদের দেওয়া ২ হাজার ২১৬ শিক্ষার্থীর সবাইকে ১৫ জিবি ডাটা দেওয়া হয়। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে এক মাসের জন্য এ সেবা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ডাটা প্রয়োজন হলে একাডেমিক মিটিংয়ের মাধ্যমে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া যাদের স্মার্ট ডিভাইস নেই, তাদের তালিকা করতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিভাগীয় প্রধানদের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়েছি আমরা।’
এনএইচ/এনপি-০১