কোম্পানীগঞ্জে আড়াই লাখ টাকার বিড়িসহ আটক ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৭, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে আড়াই লাখ টাকার বিড়িসহ আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার তেলিখাল ইউনিয়নের কাটাখাল ব্রিজের নিচ থেকে ৫০ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ তাকে আটক করা হয়। এগুলোর মূল্য আড়াই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তির নাম রহমান আলী (৪০)। তিনি উপজেলার গৌখালেরপাড় গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী হয়ে কাটাখাল ব্রিজের দিকে ভারতীয় নাসির বিড়ি পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই মোস্তাক আহমদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, 'অবৈধ চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সব ধরণের অবৈধ কাজের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার পুলিশ সর্বদা সোচ্চার রয়েছে।'

 

কেএ/আরআর-০৮