বিশ্বনাথে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি


আগস্ট ১৬, ২০২০
০৩:০১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২০
০৩:০১ পূর্বাহ্ন



বিশ্বনাথে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নে অবস্থিত আমিরদী নদী থেকে অর্ধগলিত অবস্থায় আলকাছ উল্লা (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আলকাছ উল্লা উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের মৃত রাহাত উল্লার ছেলে। গত বুধবার (১২ আগস্ট) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই বৃদ্ধ একজন ভিক্ষুক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিশ্বনাথ থানার এসআই গোপেস দাস জানান, উপজেলার নয়া সৎপুর গ্রামের সুরমান মিয়ার বাড়ির পাশে আমিরদী নদীতে বৃদ্ধের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত ছিল, তবে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গত দুইদিন আগ থেকে ওই বৃদ্ধ নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, লাশটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এমএ/আরআর-১৪