সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৬, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২০
০২:২০ পূর্বাহ্ন
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন করেছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড।
আজ শনিবার (১৫ আগস্ট) ফেঞ্চুগঞ্জে বারাকা পাওয়ার লিমিটেড এর ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন স্থানীয় ইমাম মাওলানা শামসুদ্দিন শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক মো. নুরুজ্জামান মিঞা, সিনিয়র মেন্টেইনেন্স ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী জয়নাল আবেদীন প্রমুখ।
এএফ/০৪