বিশ্বনাথ প্রতিনিধি
                        আগস্ট ১৪, ২০২০
                        
                        ০৮:০৯ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ১৪, ২০২০
                        
                        ০৯:৪৯ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ৮ মাসের সাজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মন্ডলকাপন গ্রামের মৃত উস্তার আলীর ছেলে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার দুর্যাকাপন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৮ মাসের সাজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলা নং ১৪৭/১৪। আদালত ওই মামলায় তাকে ৮মাসের সাজা ও ৩ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান বলেন, শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
এমএএস/বিএ-০৯