খেলা ডেস্ক
আগস্ট ১৩, ২০২০
০৬:০৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২০
০৬:০৬ পূর্বাহ্ন
করোনায় স্থবির হয়ে পড়া টেনিসে আয়োজিত পালের্মো ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে ফিওনা ফেরো। বিশ্ব টেনিস র্যাঙ্কিং’র ৫৩তম এ খেলোয়াড় এস্তোনিয়ান প্রতিপক্ষ অ্যানেট কন্টাভেইটকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
গত পাঁচ মাসে এই প্রথম ট্যুর লেভেলের শিরোপা জিতলেন ফিওনা ফেরো। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ডব্লিউটিএ ট্যুর শিরোপা। ফেরো প্রথম শিরোপা জয় করেন ২০১৬ সালে সুইস ওপেনে।
ইতালিয়ান এই টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পথে ২৩ বছরের ফেরো সরাসরি সেটে ৬-২ ও ৭-৫ গেমে হারান র্যাঙ্কিংয়ের ২২তম খেলোয়াড় কন্টাভেইটকে।
করোনার কারণে মার্চে সব ধরনের টেনিস টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর এটাই ছিল পুরুষ বা নারীদের প্রথম পেশাদার টেনিস টুর্নামেন্ট।
এএন/০৬