গোলাপগঞ্জে যানবাহন থেকে হাইড্রলিক হর্ন অপসারণ

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১১, ২০২০
১১:০৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে যানবাহন থেকে হাইড্রলিক হর্ন অপসারণ

সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন যানবাহন থেকে নিষিদ্ধ হাইড্রলিক হর্ন অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট-জকিগঞ্জ সড়কে থানা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, টিআই দেলোয়ার হোসেন, সার্জেন্ট বিশ্বজিৎ সামন্তসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকালে বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে ৫০টি হাইড্রলিক হর্ন অপসারণ করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার টিআই দেলোয়ার হোসেন বলেন, এ রকম অভিযান অব্যাহত থাকবে। আমরা সকল চালকদের বলেছি এ রকম হর্ন সরকারিভাবে নিষিদ্ধ। এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে হার্ট ও কানের রোগীদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর।

 

এফএম/আরআর-০১