নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২০
০৩:৫৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২০
০৩:৫৩ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক যুবককে আটক করেছে র্যাব-৯।
রবিবান রাত ৮টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্পে)'র একটি দল দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকা থেকে তাজুল ইসলাম সাজু (৩০) নামের ওই যুবককে আটক করা হয়।
তাজুল ইসলাম সাজু (৩০) সিলেট জেলার বিশ্বনাথ থানার খাদিমপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ সিলেট নগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএ-২২