জকিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১১, ২০২০
০২:১০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২০
০২:১০ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের দ্রুত রোগমুক্তি কামনা করে জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম মামুন, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সিলেট মিরর'র প্রতিনিধি ওমর ফারুক, জকিগঞ্জ আই টিভির জাহাঙ্গীর আলম সাহেদসহ রাজনীতিবিদ ও বাজারের ব্যবসায়ীরা।
ওএফ/আরআর-০৬