নিজস্ব প্রতিবেদক
                        আগস্ট ০৮, ২০২০
                        
                        ০৫:৩৫ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০৮, ২০২০
                        
                        ০৫:৩৫ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র এবং সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগম মারা গেছেন।
আজ শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুক্কুর৷ তিনি সিলেট মিরককে বলেন, 'করোনা আক্রান্ত হয়ে পৌরসভার প্যানেল মেয়র এবং ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগম মারা গেছেন। তিনি হার্টের সমস্যা, কিডনি সমস্যাসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।'
তিনি আরও বলেন,'ঈদের পরদিন তিনি শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার করোনা শনাক্ত হয়৷'
এনএইচ/এএফ-০৩