চৌহাট্টায় পিকআপ-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৭, ২০২০
১০:৪৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২০
১১:০৯ অপরাহ্ন



চৌহাট্টায় পিকআপ-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত

সিলেট নগরের চৌহাট্টায় পিকআপ এবং মোটরসাইকেলের সংঘর্ষে রাফি নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত আরও একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে চৌহাট্টার শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে একটি মিনি পিকআপ এবং মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফি নামের এক আরোহীকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় পিকআপটিকে আটক করা হয়েছে। তবে চালক এখনো পলাতক।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার।

তিনি বলেন, আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে চৌহাট্টা এলাকার শামসুদ্দিন হাসপাতালের সামনে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষ হয়৷ এঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পিকআপটিকে আটক করা হয়েছে। তবে এর চালক এখনো পলাতক।

এনএইচ/বিএ-০৭