২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে সিসিক

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০১, ২০২০
০৫:৩০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২০
০৫:৩১ অপরাহ্ন



২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে সিসিক

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় নগরের কুমারপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ তথ্য জানান। 

নগরবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহসহ সব ইদগায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।’ করোনা পরিস্থিতির কারণে সবাইকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে অংশ নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে কোরবানি আদায়ের আহ্বান জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘কোরবানির জন্য নগরের ২৭ ওয়ার্ডের ৩০টি স্থান প্রস্তুত রাখা হয়েছে। কেউ যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ দূষণ না করেন এবং রাস্তাঘাটে, ড্রেনে, খাল বা ছড়ায় কোরবানির বর্জ্য না ফেলেন।’ 

তিনি জানান, কোরবানির বর্জ্য অপসারণের লক্ষে সিলেট সিটি করপোরেশনে কয়েক স্তরে ১২০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। ২৪ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরকে ৩টি জোনে ভাগ করে সিসিকের ৯টি মনিটরিং টিম বর্জ্য অপসারণ কাজ পর্যবেক্ষণ করছেন। বর্জ্য অপসারণের পর জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবানুনাশক স্প্রে করা হবে।

এনপি-০৪