ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ৩১, ২০২০
১২:৩১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ৩১, ২০২০
১২:৪০ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ওসমানীনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ওসি'র কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
ওসি শ্যামল বণিক আসন্ন ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনোরকম বিঘ্ন না ঘটে সে ব্যাপারে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে এলাকার সার্বিক আইনশৃঙ্ক্ষলা রক্ষায় সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপস্থিত সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করে সংবাদ প্রকাশের স্বার্থে সঠিক সময়ে প্রতিটি ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক কবির আহমদ, কার্যকরী সদস্য সিতু সূত্রধর, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, কয়েছ আহমদ প্রমুখ।
ইউডি/আরআর-০৬