গোলাপগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ৩০, ২০২০
১১:৩৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২০
১১:৩৯ অপরাহ্ন



গোলাপগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম।

সভায় উপস্থিত ছিলেন, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের বিট অফিসার ফয়জুল করিম, সাব-ইন্সপেক্টর কমল রায়সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্য, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এফএম/আরআর-০৪