শামসুদ্দিনে করোনায় এক রাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুলাই ৩০, ২০২০
০৬:২৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২০
০৬:২৮ অপরাহ্ন



শামসুদ্দিনে করোনায় এক রাতে ২ জনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে গতকাল বুধবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সিলেট নগরের কাজীটুলা এলাকার বাসিন্দা আর অপরজন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. চয়ন রায়।

তিনি সিলেট মিররকে বলেন,' গতকাল রাতে হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন সিলেট নগরের কাজীটুলা এলাকার বাসিন্দা (৫০)। তিনি গতকাল হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর রাত ১২ টায় মারা যান। অপরজন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা (৮৪)। তিনি গতকাল রাত সোয়া ১২টার দিকে মারা যান। গতকালই তিনি হাসপাতালে ভর্তি হোন। 

অপর একটি সূত্রে জানা যায়, গত রাতে শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান কাজীটুলা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেন চৌধুরী মিঠু (৫০)। তিনি বিহঙ্গ তরুণ সংঘের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

 

এনএইচ-০১/এএফ-০১