ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ৩০, ২০২০
০৮:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২০
০৮:৪৪ পূর্বাহ্ন
বেলায়েত চৌধুরী মিটু
ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ারগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা ও রোটারি ক্লাব অব সিলেট সাউথ এর পাস্ট প্রেসিডেন্ট বেলায়েত হোসেন চৌধুরী মিটু (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে সিলেটের ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মরহুমের ভাতিজা জাকির হোসেন চৌধুরী মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে সিলেট মিররকে জানান, বেলায়েত হোসেন চৌধুরীর স্ত্রী ও চার সন্তান সুস্থ রয়েছেন। তিনি পরিবার নিয়ে সিলেট নগরের কাজীটুলায় বসবাস করতেন।