গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ৩০, ২০২০
০৬:০১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে বিদ্যালয় ও মাদ্রাসা কর্মচারিদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ঢাকাদক্ষিণের বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত চতুর্থ শ্রেণির ৩০জন কর্মচারীর মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপজেলার প্রয়াত রকিব উদ্দিনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৮ জুলাই) সকাল ১১ টায় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এই উপহারসামগ্রী বিতরণ ও স্বরণ সভার আয়োজন করা হয়।
ট্রাস্টের সভাপতি এনামুল হক রুহেলের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারন সম্পাদক হোসেন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুতলিব মছন মিয়া, সমাজসেবক আব্দুন নূর মছলাই মিয়া, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল খান, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য শাহাব উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কান্তি দাস,গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, সমাজসেবক আব্দুস শহীদ খান জিলা, সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা খান, শিক্ষানুরাগী শেখ কামরুজ্জামান কামরুল, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সেকশন কর্মকর্তা আজিজুল হক খালেদ, সাবেক ইউপি সদস্য জাকারিয়া হোসেন উজ্জল, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, হোসাইন আহমদ, শিক্ষানুরাগী বাবুল আহমদ, ঢাকাদক্ষিণ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল আজাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, ট্রাস্টের কোষাধ্যক্ষ শ্যামল আহমদ, সমাজসেবক মিনহাজ খান সোহাগ, ফারহান মাসউদ আফছর প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুম রকিব উদ্দিন রকিয়া মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঢাকাদক্ষিণ দারুলউলুম হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম ময়নুল ইসলাম খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ লুৎফুর রহমান।
এফএম/আরসি-১৮