এবার মাদ্রাসা শিক্ষকদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জানালা’

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৭, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন



এবার মাদ্রাসা শিক্ষকদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জানালা’

লকডাউন উঠে গেলেও এখনও খুলেনি সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বেসরকারী স্কুল-কলেজ মাদ্রাসার শত শত শিক্ষক যারা নামমাত্র স্বল্প বেতনে পাঠদান করেন তাদের বেশির ভাগেরই আয়ের উৎস বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে। অনেক প্রতিষ্ঠানে প্রায় পাঁচ মাস ধরে বেতন-ভাতা বন্ধ, কষ্টে জীবনযাপন করছে তাদের পরিবার। তারা আত্মসম্মানের ভয়ে কাউকে মুখ ফুটে বলতে পারেন না আবার খালি চোখে তাদের দুর্ভোগ দেখাও যায় না। এরকম পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছসেবী সংগঠন 'টিম জানালা'।

করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার টিম জানালা খুঁজে খুঁজে এরকম চাকরিহীন স্কুল-মাদ্রাসা শিক্ষকদের পরিবারের নিকট পৌঁছে দিচ্ছে এক মাসের খাবারের প্যাক। যার প্রথম ধাপে গতকাল শনিবার (২৫ জুলাই) বিয়ানীবাজারের ‘মখযনুল উলুম গফফারিয়া মাদ্রাসা, খাড়াভরা, বিয়ানীবাজার’-এর  প্রায় ৪০ জন মাদ্রাসা শিক্ষকের পরিবারের নিকট পৌঁছে দিয়েছে আগামী একমাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

পরিবর্তী ধাপে আরও ৩০ জন শিক্ষকের পরিবারের নিকট ও এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হবে বলে জানিয়েছেন জানালার সভাপতি ইফতি সিদ্দিকী। তিনি জানান, সর্বমোট ৭০ জন মাদ্রাসা শিক্ষককে এই পর্যায়ে সহায়তা প্রদান করা হবে টিম জানালার পক্ষ থেকে। 

গতকাল সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই ফুডপ্যাক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ফজলুল হক খান, মুহতামিম অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুর রহিম।  এসময় জানালার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইফতি সিদ্দিকী, জামী আহমেদ, তাহসান ইমন, মঞ্জুর আহমেদ আরিফ, মারুফ আহমেদ, এবাদ খান।

 

এএফ/০১