ওসমানীনগরে আরও এক প্রবাসী নারীর করোনা শনাক্ত

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ২৬, ২০২০
০৮:৩২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২০
০৮:৩৫ পূর্বাহ্ন



ওসমানীনগরে আরও এক প্রবাসী নারীর করোনা শনাক্ত

সিলেটের ওসমানীনগরে নতুন করে আরও এক প্রবাসী বৃদ্ধার (৬৫) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  তিনি উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামের বাসিন্দা। শনিবার (২৫ জুলাই) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

ওসমানীনগরের করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী নতুন করে প্রবাসীর করোনা ভাইরাসে আক্রন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছুদিন আগে দেশে ফেরা উক্ত বৃদ্ধা পুণরায় যুক্তরাজ্য ফিরতে তার নমুনা প্রদান করেন। শনিবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

নতুন করে আক্রান্ত হওয়া একজনকে নিয়ে ওসমানীনগরে এ পর্যন্ত মোট ৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ্য হয়েছেন ৩৬ জন। বাকীরা হোম আইসোলেশনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউডি/বিএ-০৬