সিলেটে আক্রান্ত ৭৩৪৬, মৃত্যু ১৩০

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৫, ২০২০
০৬:১০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
০৬:১০ অপরাহ্ন



সিলেটে আক্রান্ত ৭৩৪৬, মৃত্যু ১৩০

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৩৪৬ জনে।

সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৫৮ জন সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৯৩৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ১০৯ জন ও মৌলভীবাজারের ৯১৮ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩০ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৬ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৩ হাজার ৩৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯৬৯ জন, সুনামগঞ্জের ১ হাজার ৪৩ জন, হবিগঞ্জের ৫৪০ জন ও মৌলভীবাজার জেলার ৪৮২ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ জনকে।

করোনা আক্রান্ত ২১২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৬ জন ও মৌলভীবাজারে ২৬ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় ঢাকার ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।'

এনএইচ/বিএ-০৮