সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৫, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২০
০৭:১৪ পূর্বাহ্ন
সিলেটের বিমানবন্দর রোডে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় সাকের (২৪) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত সাকের নগরের উপশহর এলাকার ডি ব্লকের বাসিন্দা আবুল জলিল আজাদের ছেলে।
আজ শুক্রবার(২৪ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে শহরতলীর এয়ারপোর্ট সড়কের মালনীছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ জন আরোহী আহত হন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ছিল। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সাকেরের মৃত্যু হয়।
একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফারুক আহমদ।
এএফ/০২