নগরের ৩২ এলাকায় শুক্রবার ৪ ঘন্টা থাকবে না বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৪, ২০২০
০৪:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২০
০৪:৫৫ পূর্বাহ্ন



নগরের ৩২ এলাকায় শুক্রবার ৪ ঘন্টা থাকবে না বিদ্যুৎ

সিলেট নগরের ৩২ এলাকায় আগামীকাল শুক্রবার ৪ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ। সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডারের আওতাভুক্ত সকল এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ।

সিলেট বিদ্যুৎ বিতরণ প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের জন্য এই উপকেন্দ্রর আওতাভুক্ত সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হবে।

সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকা এলাকাগুলো হলো মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লাল দিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, শামিমাবাদ আবাসিক এলাকা, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কিন ব্রিজ, তেলিহাওর, কাজিরবাজার, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মণিপুড়ী বস্তি, সুবিদবাজার (আংশিক)।

 

আরসি-০৬