নগরে হোটেল থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২২, ২০২০
০৪:১২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২০
০৪:১২ পূর্বাহ্ন



নগরে হোটেল থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

সিলেট নগরের তালতলাস্থ রহমানিয়া আবাসিক হোটেলে থেকে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়াইনঘাটের ফারুক মিয়া (৩৫),কানাইঘাটের মো. জমির আহমদ লিটন (৪২),বিয়ানিবাজারের সাইফুর রহমান (৩৫), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শমসের উদ্দিন আহমদ (৫২) ও দক্ষিন সুনামগঞ্জের আফাস মিয়া (৩০)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে রহমানিয়া আবাসিক হোটেল থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনসি/বিএ-২৫