সিলেট মিরর ডেস্ক
                        জুলাই ২২, ২০২০
                        
                        ১২:৪২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ২২, ২০২০
                        
                        ১২:৪৪ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    সিলেটে চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তের ‘প্লাবনে স্বপন বুনি‘ শিরোনামে চতুর্থ একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) অনলাইনের মাধ্যমে প্রদর্শনীর আয়োজন করে শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস।
অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে সিলেট একটি সমৃদ্ধশালী অঞ্চল। তবে চিত্রকলার ক্ষেত্রে সিলেট অঞ্চল অনেকটাই পিছিয়ে। অরবিন্দ দাশগুপ্তসহ কয়েকজন চিত্রকলার এই বিরাণভূমিতে তাদের চর্চা চালিয়ে যাচ্ছেন। এই দুর্যোগকালীন সময়ে অনলাইনের মাধ্যমে তার এই চিত্রপ্রদর্শনীর উদ্যোগ শিল্পের প্রসারের পাশাপাশি মানুষকে শিল্প ও সৃষ্টিশীলতার সাথে এই বিষাদময় সময় পেরোতে সহায়তা করবে।
মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক চিত্রশিল্পী জামাল আহমদ। তিনি বলেন, সিলেটে অনেক প্রতিভাবান চিত্রশিল্পী রয়েছেন। যাদের অনেক কিছু করে দেখানোর সামর্থ আছে। তবে সিলেটে চারুকলার জন্য উচ্চ শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই। তাই সিলেটে একটি চারুকলা ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা সময়ের দাবি।
বক্তাদের দাবির প্রেক্ষিতে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। shahalam.saas-bd.org এই ওয়েবসাইটে প্রবেশ করে যে কেউ প্রদর্শনীটি দেখতে পারবেন। প্রর্দশনীর লিংক https://www.shahalam.saaf-bd.org/public/gallery/5#gallery-1 
অনলাইনে অনুষ্ঠানের লিংক:  https://www.facebook.com/ShahAlamGallery/videos/280406163381108