খেলা ডেস্ক
জুলাই ১৯, ২০২০
০৮:৩৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৯, ২০২০
০৮:৩৩ অপরাহ্ন
সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠল আর্সেনাল। কয়েকদিন আগেই ইংলিশ লিগের চ্যাম্পিয়ন লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছিল দলটি। সে জয়টা যে মোটেও ঝড়ে মারা বক ছিল না, সেটাই যেন গত রাতে প্রমাণ করল তারা। খেলল অসাধারণ দৃষ্টিনন্দন ফুটবল। ম্যাচের ১৭ মিনিটে গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় লণ্ডনের ক্লাবটা।
স্কটিশ তারকা কিয়েরেন টের্নির কাছ থেকে বল পেয়ে দ্বিতীয় গোলটাও করেন অবামেয়াংয়ে। তবে সিটি বেশ কয়েকটা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন রিয়াদ মাহরেজ, রহিম স্টার্লিংরা। আজ রাত ১১টায় আরেক সেমিফাইনালে চেলসির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। যে জিতবে, ফাইনালে তারা লড়বে আরতেতার উজ্জীবিত দলের বিপক্ষে।
এএন/০২