সিলেট মিরর ডেস্ক
                        জুলাই ১৪, ২০২০
                        
                        ১১:৩৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ১৪, ২০২০
                        
                        ১১:৩৭ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    স্প্যানিশ লিগ শিরোপা ঘরে তুলতে আর মাত্র ২ পয়েন্ট দরকার রিয়াল মাদ্রিদের। সোমবার রাতে গ্রানাডাকে হারিয়ে শিরোপা লড়াইয়ে থাকা একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল লিগের সবচেয়ে সফল দলটি। উভয় দলের আরও ২টি করে ম্যাচ রয়েছে। ম্যাচ দু’টি থেকে মাত্র ২ পয়েন্ট পেলেই দুই বছর আগে হারানো লিগ শিরোপা পুনরুদ্ধার করা সম্ভব রামোসদের।
ম্যাচ শুরুর ১৬ মিনিটের মধ্যে ২-০ গোলের লিড নেয় জিদানের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে একটি করে গোল। ফেরলঁদ মঁদির গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন দারউইন মাচিস। ৫০৭ মিনিট পর গোল হজম করলেন কোর্তোয়া। পাঁচ ম্যাচ পর বল ঢুকল রিয়ালের জালে।
করোনাভাইরাস বিরতির পর ‘নতুন রূপে’ ফেরা লিগে ৯ ম্যাচ খেলে সবকটিতেই জিতল রিয়াল। জয়ের ধারা ধরে রাখতে পারলে আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে শিরোপা জয়ের আনন্দে ভাসবে দলের খেলোয়াড়-সমর্থকরা।
এএন/০৭