খেলা ডেস্ক
                        জুলাই ১৪, ২০২০
                        
                        ১০:৪৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ১৪, ২০২০
                        
                        ১১:৩০ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    ইংলিশ প্রিমিয়ার লিগে ফের করোনাভাইরাস হানা দিয়েছে। স্থগিত লিগ পুনরায় শুরুর পর  একজনের করোনা শনাক্তের সংবাদ পাওয়া গেছে। গত মার্চে স্থগিত হয়ে যাওয়া লিগ গত জুনে পুনরায় শুরু হয়। এরই মধ্যে তিন দশক অপেক্ষার অবসান ঘটিয়ে লিগের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল।
গত সোমবার ৬ জুলাই থেকে রবিবার ১২ জুলাই পর্যন্ত ২ হাজার ৭১ জন খেলোয়াড় ও ক্লাব কর্মীর করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এএন/০৫