খেলা ডেস্ক
                        জুলাই ১৪, ২০২০
                        
                        ১২:৪৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ১৪, ২০২০
                        
                        ১২:৪৮ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    ফ্রান্সে করোনা পরবর্তী দর্শকভরা মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে গোল উৎসব করেছে নেইমার-এমবাপ্পেরা। নরমান্ডি পোর্ট সিটিতে অ্যারেনায় লিগা টুর দল লা হার্ভের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে লিগা ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রবিবার দ্বিতীয় স্তরের দলটিকে তারা উড়িয়ে দিয়েছে ৯-০ গোলে। জোড়া গোল করেছেন নেইমার, মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমায় ফ্রান্সের স্টেডিয়ামে বসে দর্শকরা খেলা দেখার সুযোগহ পাচ্ছে। যদিও ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে লিগা ওয়ান ছাড়া বাকি লিগের খেলা হচ্ছে দর্শকহীন মাঠে। সবার আগে লিগ বাতিল করা ফ্রান্সের দুটি দল প্রীতি ম্যাচ খেলেছে পাঁচ হাজার সমর্থকদের সামনে! ম্যাচের ফলাফলের চেয়ে আলোচনার শীর্ষে মাঠে দর্শক ফেরা নিয়ে। দীর্ঘদিন পর ফেরা ম্যাচটি দেখতে সমর্থকদের আগ্রহ ছিল ব্যাপক। ৩০ থেকে ৬০ ইউরো মূল্যের ৫০০০ টিকেট বিক্রি হয়ে যায় মাত্র ৬ মিনিটে। সমর্থক উপস্থিতির এ প্রীতি ম্যাচকে ফুটবলের জয় মনে করছেন দেশটির ক্রীড়া মন্ত্রী রোজেনা মারাকিনেয়ানু। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ছিল ২৫ হাজার। অথচ গত এপ্রিলে সরকারী সিদ্ধান্তের উপর ভিত্তি করেই ফরাসি লিগ বাতিল করা হয়।
উল্লেখ্য, লিগ বাতিল হলেও আগামী ২৪ জুলাই ফরাসি কাপের ফাইনালে সেইন্ট-অ্যাতিয়েনের মুখোমুখি হবে পিএসজি। ৩১ জুলাই ফরাসি লিগ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন প্যারিসের স্টাটি ডি ফ্রান্সে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। মাঠে কতজন সমর্থক ঢুকতে পারবেন তা আগামী ১৮ জুলাই জানাবে সরকার।
এএন/০৭