খেলা ডেস্ক
জুলাই ০৯, ২০২০
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৯, ২০২০
০৯:৪০ অপরাহ্ন
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০১৯-২০২০ অর্থবছরে মাসিক ক্রীড়া ভাতা পাবেন অস্বচ্ছল ক্রীড়াবিদরা। প্রতি মাসে ১১৫০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে এ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক ক্রীড়াসেবী বা তাদের পরিবারকে মাসিক ভাতা হিসেবে ২,০০০ টাকা হারে বছরে ২৪,০০০ টাকা দেয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, স্বাধীনতার অব্যবহিত পরেই অস্বচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যানার্থে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। আমরা করোনাভাইরাস মহামারী চলাকালে ৫০ জন অস্বচ্ছল খেলোয়াড়কে ১০,০০০ টাকা হারে মোট পাঁচ লক্ষ টাকা দিয়েছি। তাছাড়াও এ অর্থ বছরে ১১৫০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অচিরেই এ অর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দিবো।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা ইতিমধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ১০০০ ক্রীড়াবিদকে এক কোটি টাকা অনুদান দিয়েছি। এ ছাড়াও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ‘করোনায় ক্ষতিগ্রস্তদের অনুদান’- এই খাতে সরকার ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে।
এএন/১০